January 12, 2026, 2:17 am
শিরোনামঃ
ব্রেকিংঃ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডন্ট ::

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মণ (৮০) ও তার স্ত্রী সুবর্ণা রানীকে (৬৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামের বাড়িতে তারা এ হত্যাকাণ্ডের শিকার হন।

 

বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মণ স্থানীয় চাকলা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন।

 

রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় পুলিশ তাদের গলাকাটা লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি ফারুখ আহাম্মেদ।

 

তারাগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত জানান, মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মণ ও তার স্ত্রী সুবর্ণা রানীকে শনিবার রাতের যে কোনো সময় দুবৃর্ত্তরা ঘরে ঢুকে জবাই করে হত্যা করেছে বলে ধারণা করছেন তারা। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন।

 

এলাকাবাসীর বরাতে তিনি জানান, বাড়ি থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে এলাকাবাসী দেয়াল টপকে বাসায় ঢুকে তাদের গলা কাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশও সেখানে যায়।

 

পাপন দত্ত জানান, তিনি শুনেছেন যোগেশের দুই ছেলের মধ্যে একজন র‌্যাবে ও একজন পুলিশে চাকরি করেন।

 

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুখ আহাম্মেদ বলেন, দুইজনকে জবাই করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ লাইক দিন

প্রযুক্তি সহায়তায় bdit.com.bd