January 12, 2026, 2:07 am
শিরোনামঃ
ব্রেকিংঃ

ঘুরতে আসা প্রেমিক জুটিকে জিম্মি করে টাকা আদায়, আটক ২

বরিশাল সংবাদদাতা ::

ঘুরতে আসা প্রেমিক জুটিকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ।

 

আটকরা হলেন-বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকার মো. হাসিব রহমান (২৭) ও বেলতলা এলাকার সায়েম সিকদার (২৬)।

 

বুধবার দিবাগত (২৬ নভেম্বর) রাতে বরিশাল নগরের নবগ্রাম রোড চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রেমিক জুটি বলেন, বিকেলে তারা নগরের চৌমাথা লেকের পাড়ে ঘুরতে এসে খাবার খাচ্ছিলেন। তখন কয়েকজন লোক সাংবাদিক পরিচয়ে আমাদের ছবি তোলেন। পরে নিউজ করার হুমকি দিয়ে আমাদের কাছ থেকে ১১ হাজার টাকা হাতিয়ে নেন। এরপর আরও টাকা দাবি করলে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। পরবর্তীতে পুলিশ এসে দু’জনকে আটক করলেও বাকি তিনজন পালিয়ে যায়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, চাঁদাবাজির ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনা হবে।

 

এদিকে এ ঘটনায় নামধারী তিনজন ও অজ্ঞাত তিনজনকে আসামি করে ভুক্তভোগী যুবক থানায় মামলার জন্য লিখিত এজাহার দিয়েছেন বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ লাইক দিন

প্রযুক্তি সহায়তায় bdit.com.bd