January 11, 2026, 8:30 pm
শিরোনামঃ
ব্রেকিংঃ

খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন নেই

সিনিয়র করেসপন্ডেন্ট ::

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন বা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

 

একাধিক দফা পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলেও তার প্রধান শারীরিক জটিলতাগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে মেডিকেল বোর্ডের সূত্রে জানা গেছে।

 

সূত্র মতে, খালেদা জিয়ার ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসজনিত সমস্যার ওঠানামা অব্যাহত রয়েছে। এই অনিশ্চিত পরিস্থিতির কারণে তাকে কয়েক দিন ধরেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

রোববার (৭ ডিসেম্বর) রাতে সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনার পর চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তার শারীরিক অবস্থার পরিবর্তনের ওপরই তার লন্ডন যাত্রার পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে তার অবস্থায় নতুন কোনো উন্নতি বা অবনতির লক্ষণ পাওয়া যায়নি, পরিস্থিতি প্রায় অপরিবর্তিত রয়েছে।

 

শনিবার (৬ ডিসেম্বর) রাতে মেডিকেল বোর্ড জরুরি বৈঠকে বসে তার সামগ্রিক শারীরিক অবস্থা পর্যালোচনা করে। বৈঠকের পর শনিবার ও রোববার একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আজ আবার বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে পরীক্ষার সর্বশেষ রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা হবে কি না, তা নির্ধারণ করা হতে পারে।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। লন্ডন থেকে ঢাকায় আসার পর থেকে তিনি নিয়মিত হাসপাতালে গিয়ে শাশুড়ির পাশে অবস্থান করছেন।

 

এর আগে গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ লাইক দিন

প্রযুক্তি সহায়তায় bdit.com.bd