◾মো: মামুনুর রশিদ মামুন ▪️স্টাফ রিপোর্টার
অক্সিজেন রৌফাবাদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন দেশের অন্যতম মানবাধিকার সংগঠন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস’র চট্টগ্রাম বিভাগীয় টিম
আগুন নেভানো,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সবাইকে সেইভজোনে নিয়ে আসা থেকে শুরু করে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার-বিশুদ্ধ পানি বিতরণ সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড করছে গত দুই দিন ধরে চট্টগ্রাম পি আই এইচ আর বিভাগীয় টিম।
গতকাল চট্টগ্রাম অক্সিজেন এলাকাধীন পাচঁলাইশ থানার ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের রৌফাবাদ মাজার গলির জলদা এরিয়ায় অগ্নিকাণ্ডে ইউসুফ কলোনি, লেদু কলোনি,করিম কলোনি, হারুন কলোনি সহ অনেকগুলো টিনের ঘর, সেমিপাকাঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় শত পরিবার সর্বস্ব হারিয়ে হয়েছে একেবারে নি:স্ব।চট্টগ্রাম অক্সিজেন এলাকার এই হৃদয়বিদারক অগ্নিকাণ্ডের ভয়াবহ থাবায় ক্ষতিগ্রস্ত জনসংখ্যা প্রায় চারশত।
অদ্য ০২ ডিসেম্বর ২০২৫ সোমবার দুপুর ২.৩০ টার দিকে ক্ষতিগ্রস্তদের পাশে বস্ত্র নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে মানবাধিকার সংস্থা পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস।প্রায় চারশত ক্ষতিগ্রস্তদের মাঝে বস্ত্র বিতরণ করেন উক্ত প্রতিষ্ঠানটি।
এই সময় উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থার সম্মানিত চেয়ারম্যান মো: কামরুল কায়েস চৌধুরি,ফাউন্ডার মেম্বার প্রণয় দাশ গুপ্ত শিমুল, মেহেদী হাসান রাসেল, আবু সাঈদ মুসা,আসাদুল হক আসাদ, মোঃ সজিব, ওয়াকিয়া ইসলাম, রুম্পি আক্তার, জাহানারা বেগম, আরজু আক্তার, সুরাইয়া আক্তার, মমতাজ বেগম,জুলি আক্তার,আফরোজ আক্তার,পূর্ণিমা,তানিয়া আক্তার তানহা,
গিয়াসউদ্দিন শাহীন,মামুনুর রশীদ মামুন,হাজী মোহাম্মদ সিফাত চৌধুরী সহ ঐ এলাকার আরো গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
বস্ত্র বিতরণের সময় সংস্থার চেয়ারম্যান কামরল কায়েস চৌধুরী ক্ষতিগ্রস্তদের আক্ষেপের কথা শোনার চেষ্টা করেছেন।
ক্ষতিগ্রস্তরা অভিযোগ তুলে বলেন আগুনের সূত্রপাত সকাল ৯ টায় ঘটলেও অগ্নি নির্বাপনের ব্যবস্থা দেরিতে পৌঁছার কারণে আনাদের ক্ষতি হয়েছে অনেক বেশি। সকাল বেলায় আগুন লাগায় মানুষের জীবন রক্ষা পেয়েছে বটে, তবে পরনের কাপড় ছাড়া তেমন কিছুই আমরা উদ্ধার করতে পারিনি। অনেকে রুম তালাবদ্ধ করে কর্মস্থলে চলে যাওয়ায় সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। সবার নগদ অর্থ সোনা দানা যা ছিল সব পুরে ছাই।আমরা এখন পথের ভিখারি হয়ে গেছি।আমাদের সব শেষ হয়ে গেছে।
ক্ষতিগ্রস্তদের এখন দরকার সবকিছুই। খাবার-দাবার, অস্থায়ী তাবু, কাপড়-চোপড়, বেড-বিছানা, শীতবস্ত্র ও কম্বল, রান্না-বান্নার সামগ্রী, ধোয়া-মোছার সামগ্রী, ছাত্রদের শিক্ষা সামগ্রীসহ সব কিছুই দরকার তাদের।
ভুক্তভোগিদের সকল কস্টের কথা শোনার পর পিস ইন্টারন্যাশনাল হিউমেন রাইটসের চেয়ারম্যান সবার উদ্দ্যেশ্যে বলেন এখানে যারা সর্বস্ব: হারিয়ে পথে বসেছে তারা সবাই আমাদের ভাই বোন।অগ্নি কান্ডের কারণে আজতারা পথে বসেছে,সবকিছু হারিয়েছে।
আমি মনে করি সবার উচিত এদের পাশে দাঁড়ানো। সহযোগিতার হাত বাড়ানো।এখানে যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কেউ আমাদের ভাই আর কেউ আমাদের বোন। আমরা যদি এদেরকে সহযোগিতা না করি মানবিক মানবিকভাবে যদি এগিয়ে না আসি তাহলে এরা সবাই দুর্বিসহ অবস্থায় পড়বে কষ্টে থাকবে। আমরা পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস চট্টগ্রাম বিভাগীয় টিম সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করছি। আপনারাও সবাই এগিয়ে আসুন।
বিত্তবান জনগোষ্ঠী, সকল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, জেলা প্রশাসন, সরকারি ত্রাণ ও পুনর্বাসন বিভাগ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে তিনি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহবান জানান।