বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ▪️
চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা ও সাংবাদিকতা পেশার শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যসচিব ও দৈনিক আমার দেশ’র আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি এবং শৃঙ্খলা ও ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও ইজতিহাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মইনুদ্দীন কাদেরী শওকত।
শনিবার (২৯ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য, সদস্যা এবং সাংবাদিকতা পেশার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে নিয়মিত প্রেস ক্লাবে এসে প্রাপ্য সেবা গ্রহণের আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে কতিপয় সাংবাদিক ও প্রেস ক্লাব সদস্যের বাড়াবাড়িসহ ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ দালালি এবং ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র–জনতার গণঅভ্যুত্থানকালীন গণহত্যায় উস্কানিমূলক ভূমিকার অভিযোগে চট্টগ্রাম প্রেস ক্লাব বিক্ষুব্ধ জনগণের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। তবে ২০০৮ সাল থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাহসী সাংবাদিক–সম্পাদকদের দৃঢ় অবস্থানের কারণে প্রতিষ্ঠানটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
বিবৃতিতে আরও জানানো হয়, গত বছরের নভেম্বর থেকে সরকারি প্রশাসনের তত্ত্বাবধানে প্রেস ক্লাব পুনরায় চালু করা হয়। এর পর থেকে সদস্য, পেশাদার সাংবাদিক ও সাধারণ মানুষ নিয়মিতভাবে প্রেস ক্লাবের সেবা গ্রহণ করছেন। অচিরেই চিকিৎসা সেবাও পুনরায় চালু হবে।
সংবিধানের ৩৭ ও ৩৮ অনুচ্ছেদের আলোকে সভা–সমাবেশ এবং সংগঠন করার অধিকার নাগরিকদের রয়েছে— তবে জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে যুক্তিযুক্ত নিষেধাজ্ঞা মানার প্রয়োজনীয়তা বিবৃতিতে তুলে ধরা হয়।
দুই সম্পাদক বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব শান্তিপ্রিয় সাংবাদিকদের দ্বিতীয় আবাসস্থল। ফ্যাসিবাদী বা জঙ্গি মনোভাবাপন্ন কোনো ব্যক্তি বা সাংবাদিকের এখানে স্থান নেই। এ ধরনের ব্যক্তিদের কুপরামর্শ বর্জন করে ক্লাবের সব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।