January 12, 2026, 10:34 am
শিরোনামঃ
ব্রেকিংঃ

চট্টগ্রাম বন্দর অবরোধ কর্মসূচি স্থগিত রক্ষা পরিষদের

সিনিয়র করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ::

সিসিটি, এনসিটি বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে সোমবারের (২৪ নভেম্বর) অবরোধ কর্মসূচি স্থগিত করেছে বন্দর রক্ষা পরিষদ।

 

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক হাসান মারুফ রুমী।

 

তিনি বলেন, বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছে সিসিটি, এনসিটিতে শ্রমিকদের স্বার্থহানি হয় এমন কিছু হবে না। এ আশ্বাসের প্রেক্ষিতে আমাদের আজকের (সোমবার) কর্মসূচি দুই দিন স্থগিত করেছি।

 

এর আগে শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সোমবার সন্ধ্যা ৬টা থেকে বড়পোল, আগ্রাবাদ, সিম্যান্স হোস্টেল এলাকায় অবরোধ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছিলেন তিনি।

 

বিভাগীয় শ্রমিক দলের সদস্য ও বন্দর রক্ষা পরিষদের সদস্যসচিব মো. হুমায়ুন কবীর বলেন, আজ দুপুর ১২টা থেকে সোয়া একটা পর্যন্ত বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তিনি আদালতে আগামীকাল শুনানির কথা বিবেচনা করে আজকের অবরোধ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন, বন্দরের এনসিটি, সিসিটিতে বন্দরের কর্মচারীদের স্বার্থহানি করে এমন কিছু করবেন না। তারপরও আমরা সজাগ থাকব, সচেতন থাকব। আজকের কর্মসূচি স্থগিত করছি। ২৬ নভেম্বর বুধবার বেলা ১১টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ লাইক দিন

প্রযুক্তি সহায়তায় bdit.com.bd