January 12, 2026, 6:05 am
শিরোনামঃ
ব্রেকিংঃ

রোদ উঠলেও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে, শৈত্য প্রবাহ ২১ জেলায়

সিনিয়র করেসপন্ডেন্ট ::

রোদের দেখা একটু একটু মিললেও থার্মোমিটারের পারদ ৭ ডিগ্রির ঘরে নেমে এসেছে। দেশের এক তৃতীয়াংশ জেলায় বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ।

 

বুধবার (৩১ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবির জানিয়েছেন, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সারাদেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

 

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

 

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আগামী কয়েকদিন সূর্যকিরণ বাড়ায় শীতের অনুভূতি কিছুটা কমতে পারে। পরবর্তীতে আবার বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ লাইক দিন

প্রযুক্তি সহায়তায় bdit.com.bd