January 11, 2026, 11:44 pm
শিরোনামঃ
ব্রেকিংঃ

সুবিধাবঞ্চিত ছেলে মেয়েদের পাশে দাঁড়ালো পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পরিবার

সুবিধাবঞ্চিত ছেলে মেয়েদের পাশে দাঁড়ালো পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পরিবার

মনজুর আহমেদ◾

চট্টগ্রামের খুলশী পাহাড়তলী আকবরশাহ এলাকায় কয়েক’শ সুবিধা বঞ্চিত দুস্হ শিশুদের মাঝে খাবার বিতরণ করেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটাস ( PIHR) চট্টগ্রাম বিভাগীয় টিম।

এইসময় উপস্থিত ছিলেন PIHR এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: কামরুল কায়েস চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট হেলাল সিকদার,সংগঠক মো: তুহিন,মো: তানবির,মো:ইমরান,শাহীন মাহমুদ,মামুনুর রশিদ মামুন,মো: শিফাত,মো: রাশেদুল,পূর্ণিমা, তানহা,জুলি,জেমি সহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুল কায়েস চৌধুরী বলেন,আমাদের দেশের আগামীর ভবিষ্যৎ এই ছোট ছোট বাচ্চারা।
ভালো সেবা না পেলে এবং তারা ভালোভাবে পড়ালেখা না করলে এরা আমাদের দেশের জন্য একসময় বোঝা হয়ে যাবে। এই ছোট ছোট ছেলে মেয়েগুলো আমাদের দেশের আশার বাতিঘর।

এই সুবিধা বঞ্চিত দুস্হ ছেলেমেয়েগুলোর প্রতি আমাদের সবার মানবিক হওয়া দরকার এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার। কারণ এরা ঘুরে দাঁড়ালেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। বক্তব্য শেষে দুস্হ ছেলেমেয়েদের মাঝে খাবার বিতরণ করা হয়

হোপ রাইজ স্কুলের শিক্ষক ফয়সাল মুনের তত্ত্বাবধানে এবং পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস’র সার্বিক সহযোগিতায় এই খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ লাইক দিন

প্রযুক্তি সহায়তায় bdit.com.bd