সিনিয়র করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ::
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কমিটির মাসিক সমন্বয় সভায় টার্মিনাল ড্রাইভওয়েতে সব ধরনের যানবাহন ও যাত্রী ছাড়া অন্যান্য দর্শনার্থীর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের প্রাধিকারপ্রাপ্ত রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের পরিবারবর্গ যাত্রী হিসেবে আগমন ও বহির্গমনকালে প্রয়োজনীয় প্রটোকল সম্পাদনের জন্য সর্বোচ্চ একজন অনুমোদিত ব্যক্তি নির্ধারিত প্রটোকল পাস প্রদর্শন পূর্বক ভেতরে ঢুকতে পারবেন।
আসন্ন জাতীয় নির্বাচনসহ দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এবং প্রথম শ্রেণির কেপিআই প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক বিমানবন্দরটির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, বিমানবন্দরে আসা যাত্রীবাহী সব যানবাহনকে সরাসরি প্রধান পার্কিং/কার্গো পার্কিং এলাকায় ঢুকে যাত্রী ওঠানামা করতে অনুরোধ জানানো হয়েছে। বিমানবন্দরের প্রধান পার্কিং এলাকায় কেবল যাত্রী নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রবেশকৃত যাহবাহন থেকে পার্কিং টোল আদায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।