নিজস্ব প্রতিবেদক ::
চট্টগ্রামের দুটি সংসদীয় আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।
অন্যদিকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন করবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
চট্টগ্রাম বিএনপির সূত্র জানায়, চট্টগ্রাম-১০ আসনে পূর্বঘোষিত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পরিবর্তে সাঈদ আল নোমানকে মনোনয়ন দেওয়ায় আমীর খসরু চৌধুরী বন্দর-পতেঙ্গা (চট্টগ্রাম-১১) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ বিষয়ে মাহবুবের রহমান শামীম বলেন, ‘চট্টগ্রামে দুটি আসনে প্রার্থী পরিবর্তন হয়েছে। চট্টগ্রাম-৪ আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীই নির্বাচন করবেন।’
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম কিংবদন্তি নেতা সাবেক সফল মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান’র একমাত্র পুত্র সাঈদ আল নোমান চট্টগ্রাম ১০ আসনে বিএনপি’র প্রার্থি হয়ে আগামী ত্রয়োদশ নির্বাচন করার জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন।
খুব অল্প সময়েই তৃণমূলের মন জয় করেছেন এই তরুণ নেতা। চট্টগ্রাম ১০ আসনের প্রত্যেকটি এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। রাজনীতির মাঠে সবচাইতে বড় থিওরি অ্যাপ্লাই করছেন এই নেতা ওয়ান বাই ওয়ান টাচ এবং ডোর টু ডোর কানেক্ট হয়ে ১০ আসনের সকলের কাছে যাওয়ার চেষ্টা করছেন তৃণমূলের জনপ্রিয় এই নেতা।
সামাজিক বিভিন্ন মানবিক কর্মকান্ডের মাধ্যমে এরই মধ্যে তৃনমূলে তিনি তৈরি করেছেন একটা সম্পর্কের চমৎকার সেতুবন্ধন।
বাংলাদেশের রাজনীতিতে পিতার অবদান ও জনপ্রিয়তা অক্ষয় রাখতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে
নোমানপুত্র তূর্য।