January 11, 2026, 8:49 pm
শিরোনামঃ
ব্রেকিংঃ

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালালেন আ.লীগ নেতা

চট্টগ্রাম ব্যুরো ::

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক চৌধুরী (৪৩)।

 

সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরসূল বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

জিয়াউল হক চৌধুরী খানখানাবাদ ইউনিয়ন পরিষদের দুইবার চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকার আমলে সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরীর সময়ে খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন।

 

এর আগে তিনি বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশের তথ্যমতে, জিয়াউল হক চৌধুরীর বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি খানখানাবাদ ইউনিয়নের আলোচিত জোড়া খুনের মামলার তালিকাভুক্ত আসামি।

 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জিয়াউল হক চৌধুরীকে গ্রেপ্তারের জন্য নজরদারিতে রাখা হয়েছিল।

 

সোমবার বিকেলে বটতলী বাজারের একটি চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় পুলিশ তাঁকে ঘেরাও করে গ্রেপ্তার করে। হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলার সময় তাঁর অনুসারীরা সেখানে জড়ো হয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত লোকজন জিয়াউল হক চৌধুরীকে চিনে নিয়ে হাতকড়াসহ পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, বিভিন্ন মামলার পলাতক আসামি জিয়াউল হক চৌধুরীকে গ্রেপ্তারের পর নিয়ে আসার পথে তাঁর অনুসারীরা পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেয়।

 

তাঁকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ লাইক দিন

প্রযুক্তি সহায়তায় bdit.com.bd