January 11, 2026, 8:44 pm
শিরোনামঃ
ব্রেকিংঃ

ইয়াশের সঙ্গে প্রেমের গুঞ্জন, কী বলছেন তটিনী ?

বিনোদন ডেস্ক ::

টিভি নাটকের জনপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনী। অল্প সময়ের ক্যারিয়ার হলেও ছোট পর্দার কাজ দিয়ে প্রশংসিত হয়েছেন । কাজ করতে গিয়েই ইয়াশ রোহানের সঙ্গে রোমান্টিক নাটকের আলোচিত জুটি হিসেবে পরিচিতি পেয়েছেন। পর্দায় তাদের দুজনের রসায়ন দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে।

 

চলতি সময়ের এই দুজন তারকাকে জড়িয়ে গুঞ্জনেরও শেষ নেই। কেউ কেউ বলেন, তারা পর্দা ছাপিয়ে বাস্তবেও প্রেম করছেন।আসলেই কি ইয়াশ ও তটিনী প্রেম করছেন?

 

 

বিষয়টি নিয়ে কিছুদিন আগেই তটিনী বলেছিলেন, আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রিটা (পর্দার রসায়ন) এতই ভালো, দর্শক এতই পছন্দ করেন; সেই কারণেই মানুষ মনে করেন দুজনের মধ্যে কিছু আছে। বাট এ রকম কিছুই না।

 

এবার এক সাক্ষাৎকারে তিনি বললেন, ইন্ডাস্ট্রিতে আমার কোনো বন্ধু নেই। ইয়াশ (রোহান) ভাইয়ার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। কিন্তু বন্ধু যে বিষয়টা, ওই রকম আসলে ইন্ডাস্ট্রিতে কেউ নেই।

 

তিনি আরও বলেন, আপনি যদি কিছু না করে থাকেন, তাহলে কোনো ভয় থাকবে না। আমরা শুরুতে একটু ভয় পেতাম, এটা ব্যাকফায়ার কিংবা পার্সোনালি ইমেজ ক্ষুণ্ন করে কি না। পরে আমাদের মনে হলো মানুষ যদি এটা বলে আনন্দ পায়, পাক- সমস্যা নেই।

 

এই তারকা কন্যা আরও যোগ করে বলেন, মানুষ আমাদের একসঙ্গে পছন্দ করে- এটা আমাদের জন্য আশীর্বাদ। আপনিও জানেন, আমিও জানি- এটা (প্রেম) হবে না। নাটক-সিনেমায় প্রেম-ভালোবাসা যেভাবে দেখায়, বাস্তবে ভিন্ন। এটা আমিও জানি, ভাইয়াও (ইয়াশ রোহান) জানে, এটা হবে না। এগুলো নিয়ে কিছু ভাবি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ লাইক দিন

প্রযুক্তি সহায়তায় bdit.com.bd