January 11, 2026, 11:48 pm
শিরোনামঃ
ব্রেকিংঃ

আমার দরজা সবসময় খোলা : চট্টগ্রামের মেয়র শাহাদাত

সিনিয়র করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ::

আমি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বলে এসেছি, আমি আপনাদের সেবক হিসেবে থাকবো, নগরবাসীর জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। আমি চট্টগ্রামের উন্নয়নের কাজ করে যাচ্ছি, আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। মহান বিজয় দিবসে আপনাদের বলতে চাই, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। একটি আধুনিক ও গ্রিন চট্টগ্রাম নির্মাণে আমাকে সহযোগিতা করুন।

 

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরের আকবর শাহ হাউজিং সোসাইটি মাঠে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় উৎসবে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন। রেলওয়ে হাউজিং সোসাইটি, আকবরশাহ মালিক কল্যাণ সমিতি ও তোতন হাউজিং সোসাইটি এ উৎসবের আয়োজন করে।

 

আকবর শাহ রেলওয়ে হাউজিং সোসাইটিতে আয়োজনের মূল আকর্ষণ ছিল এক লাখ টাকার প্রাইজবন্ড। তা ছাড়া সমাজের সব বয়সের মানুষের অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। পরে পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেন, মহান বিজয় দিবসের এই উৎসবমুখর আয়োজনের মাধ্যমে আমরা আমাদের পুরানো ঐতিহ্য ফিরে পেতে চাই। জাতি ধর্ম, দল মত নির্বিশেষে আমরা এই এলাকার অধিবাসী। সামাজিক ঐক্যের মাধ্যমে সমাজ থেকে সব ধরনের দুর্নীতি, মাদকাসক্তি ও বিশৃঙ্খলা তার দূর করা সম্ভব। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

রেলওয়ে হাউসিং সোসাইটি সমাজকল্যাণ সভাপতি আবু তৈয়ব পাটোয়ারীর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ বাহার ও মারজিয়া জাবিন প্রিয়ন্তীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি ও রেলওয়ে কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম।

 

 

উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, রেলওয়ে হাউজিং সোসাইটি সমাজকল্যাণের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক জাফর আলম, রেলওয়ে কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্যসচিব আনোয়ার হোসেন রতন, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, হেলাল হোসেন হেলাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহবায়ক জহিরুল হক টুটুল, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মাস্টার আরিফ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ লাইক দিন

প্রযুক্তি সহায়তায় bdit.com.bd